হাওজা নিউজ এজেন্সি: সংসদের অনুচ্ছেদ ৯০ কমিশনের উপ-চেয়ারম্যান হোসেইন আলী হাজি দেলিগানি শুক্রবার রাতে ইরানি গণমাধ্যমকে জানান, পার্লামেন্ট তিন দফা বিশিষ্ট এক জরুরি পরিকল্পনার খসড়া প্রণয়ন শুরু করেছে। এই পরিকল্পনাটি শনিবার সংসদের সিস্টেমে আপলোড করা হবে এবং আগামী সপ্তাহে সংসদের প্রকাশ্য অধিবেশনে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনার জন্য উত্থাপন ও অনুমোদনের অপেক্ষায় থাকবে।
তিনি বলেন, সংসদ সদস্যদের এই পদক্ষেপ আসলে বৃহস্পতিবার তিন ইউরোপীয় শক্তির সেই উদ্যোগের প্রতিক্রিয়া, যেখানে তারা আগামী ৩০ দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
হাজি দেলিগানি আরও জানান, ইউরোপীয় দেশগুলোর এ পদক্ষেপের জবাবে ইরান শুধু এনপিটি নয়, বরং অতিরিক্ত প্রোটোকল থেকেও নিজেকে প্রত্যাহার করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সঙ্গে যেকোনো ধরণের আলোচনা স্থগিত করা হবে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে পর্যবেক্ষণ ও পরিদর্শনমূলক সহযোগিতাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
সংসদের জরুরি পরিকল্পনাটি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আর কোনো আন্তর্জাতিক চাপ মেনে নেবে না এবং পশ্চিমা দেশগুলোকে তাদের পদক্ষেপের জন্য কঠোর মূল্য দিতে বাধ্য করবে।
আপনার কমেন্ট